Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্পতিক কর্মকান্ড

সেবা প্রদানের লক্ষে কর্মকন্ড ৩ ভাগে  বিভক্ত :

(ক) জরুরী ভবভাগ,

(খ) অন্তঃ বিভাগ,

(গ) বহিঃ বিভাগ।

(১) জরুরী বিভাগ ইহা রাত-দিন 24 ঘন্টা চালু থাকে।যে কোন সময় আগত রোগী জরুরী বিভাগে আসলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে, সব রোগী ভর্তি করার প্রয়োজন। তাহা হাসপাতালের অন্তঃ বিভাগের ভর্তি করিয়া চিকিৎসা প্রদান করা হয়।

(২) অন্তঃ বিভাগ : ভর্তিকৃত রোগীর চিকিৎসা প্রদানের জন্য পরুষ/মহিলা/শিশুদেরকে রোগ অনুযায়ী মেডিসিন সার্জারী,গাইনী,কার্ডিওলজি, ই,এন,টি ইত্যাদি। বিভাগ বিভক্ত করা এবং উক্ত বিভাগের কর্তব্যরত চিকিৎসক,নার্স,কর্মচারীগণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রধান করা হয়। স্কানো চালু থাকায় নব জাতক শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

(৩) বহিঃ বিভাগ : প্রতিদিন (সরকারী ছুটির দিন ছাড়া) প্রতিদিন আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং হাসপাতালে বিদ্যমান ঔষধপত্র রোগীদের সরবরাহ প্রদান করা হয়।