গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন ১০০ শয্যা জেলা সদর হাপাতাল, নওগাঁ জিপিএস লোকেশন অনুযারী ৮৮.৭১০৮৯৬৪ ডিগ্রি অক্ষাংশে(ল্যাটিচুড)এবং ২৪.৯৯৩৫৯২ ডিগ্রি দ্রাঘিমাংশে (লংটিচুড)১০০ শয্যা জেলা সদর হাপাতাল, নওগাঁ অবস্থিত।এই হাসপাতাল ৫০ শয্যা হতে ১০০ শয্যা জেলা সদর হাসপাতাল ১৯৯৭ সালে প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় এবং ১৯৯৮ সালে তৎকালীন মাননীয় প্রধান মন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা ১৯৯৮ সালে অত্র হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করনের প্রতিশ্রুতি দেন। কালের বিবর্তনে বহুবিলম্বের পর ২০১৩ সালে নির্মান কাজ শুরু হয় যা বর্তমানে ২৫০ শয্যার ভেীত অবকাঠামো নির্মান কাজ শেষ পর্য়ায়ে। বর্তমানে অত্র হাসপাতালে বিপুল সংখ্যক রোগীদের সমাগম ঘটে এবং বহু মাত্রিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি হওেয়ায় চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে। এক্ষনে আন্তঃ বিভাগ, মেডিসিন,সার্জারী, গাইনী, কার্ডিওলজী, অর্থো পেডিক্স, চক্ষু, ইএনটি, পেডিয়াট্রিকস, ডেন্টাল ইউনিটের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ২৪ ঘন্টা জরুরী অপারেশন, বিষেশকরে রোড এ্যাকসিডেন্ট, সিজারিয়ান, অপারেশন করা হয়। বহিঃ বিভাগ রোগী, জরুরী বিভাগ রোগী, ভর্তি রোগী স্বাস্থ্য সেবা নিশ্চিত করে। আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটে কিডনী রোগীদের সেবা প্রদান করা হয় ।
দপ্তর প্রধানঃ তত্ত্বাবধায়ক ।
১০০ শয্যা জেলা সদর হাসপাতাল, নওগাঁ ।
ই মেইল-naogaon@hospi.dghs.gov.bd
ফোন-০৭৪১-৬২০২০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS