Wellcome to National Portal
Main Comtent Skiped

Future plan

 নওগাঁ জেলা সদর হাসপাতালটি ৫০ শয্যা হতে ১৯৯৭ সালে ১০০ শয্যা জেলা সদর হাসপাতাল এর প্রশাসনিক অনুমোদন পায় এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে অত্র হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করনের প্রতিশ্রুতি দেন। অনেক দেরীতে হলেও ২০১৩ সালে নির্মাণ কাজ শুরু হয় যা বর্তমানে ২৫০ শয্যার ভৌত অবকাঠামো নির্মান কাজ প্রায় শেষ পর্য়ায়ে। ১১ টি উপজেলা বিশিষ্ট ৩৬ লক্ষাধিক জনবসতির একটি বৃতৎ জেলা আমাদের এই নওগাঁ জেলা। এই জেলা অন্যান্য জেলার চাইতে অনেক অনুন্নত আমাদের পরিকল্পনা ২৫০ শয্যা চালু হওয়ার পর অত্যাধনিক মেডিকেল ভারী যন্ত্রপাতি স্থাপন যেমন- CT Scan, Endoscopy, Colposcopy,  Echocardiogram,  এবং দরিদ্র রোগীদের সূ-চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষে সকল প্রকার চিকিৎসক পদায়ন করা যাতে করে গরীব রোগীদের রাজশাহী,রগুড়া রেফার করতে না হয়। অত্র হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রুপান্তরিত করণ।