নাগরিক-সেবার তথ্য সারণি
সেবা প্রদানকারী অফিসের নাম :১০০ শয্যা জেলা সদর হাসপাতাল, নওগাঁ।
ক্রমিক নং |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ |
সংশ্লিষ্ট আইন কানুন/বিধি-বিধান নীতিমালা |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
---|---|---|---|---|---|---|
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
০১ |
বহিঃ বিভাগীয় চিকিৎসা সেবা |
১. বহি: বিভাগীয় চিকিৎসক ২. বিশেষজ্ঞ চিকিৎসক ৩. নার্স
|
বহি: বিভাগে রোগী আসার পর তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অত:পর রোগীর সমস্যা সাধারণ হলে বহি:বিভাগীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করে ঔষধ দিয়ে ছেড়ে দেন। আর রোগীর সমস্যা বেশী হলে পরীক্ষার জন্য প্রেরণ করেন। পরীক্ষার রিপোর্ট যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা প্রদান করেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর বক্তব্য শুনে এবং পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসা দেয়া সম্ভব হলে চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন। আর অবস্থা জটিল হলে ভর্তির পরামর্শ দেন। আর উক্ত হাসপাতালে চিকিৎসা প্রদান সম্ভব না হলে উন্নত চিকিৎসালয়ে রেফার করেন। |
৩০ মিনিট থেকে ২/৩দিন; বহি:র্বিভাগ ফি-৫ টাকা ভর্তি ফি-১০ টাকা এক্স রে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফি সরকারি বিধি মোতাবেক |
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ৩০/৯/২০০৯ তারিখের প্রজ্ঞাপন |
তত্ত্বাবধায়ক
|
০২ |
অন্তঃবিভাগীয় চিকিৎসা সেবা |
চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, আয়া এবং সুইপার |
বহি:বিভাগ বা জরুরি বিভাগের মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থা জটিল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর তা যাচাই করা হয়। যাচাই অন্তে অবস্থা নিয়ন্ত্রণাধীন হলে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসালয়ে রেফার করা হয়।
|
৩০ মিনিট থেকে ২/৩দিন; এক্স রে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফি সরকারি বিধি মোতাবেক |
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ৩০/৯/২০০৯ তারিখের প্রজ্ঞাপন |
তত্ত্বাবধায়ক |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS